এই সাইটটি কিনুন

আপনারাও বানিয়ে নিন এমন একটি স্টাইলিশ ফোরাম ওয়েবসাইট ওয়াপকিযেই। বানাতে চাইলে যোগাযোগ করুন।

← BackHome › Operator News › বাংলালিংক এখন দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক!

বাংলালিংক এখন দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক!

ওকলার “স্পিডটেস্ট অ্যাওয়ার্ড” জিতলো বাংলালিংক [Img=http://forumtopio.wapkiz.com/filedownload/2267067/img-611cd05e7a6e0-(forumtopio.wapkiz.com).png][/img] এই নিয়ে তৃতীয়বারের মতো বাংলালিংককে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা (Ookla) । ওকলা বিশ্বব্যাপী ইন্টারনেট পারফরম্যান্স এবং অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে রিসার্চ করে থাকে । ওকলা এর ’’স্পিডটেস্ট অ্যাপ’’ ব্যবহারকারীদের থেকে কালেক্ট করা ডাটার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয় বাংলালিংককে । বাংলালিংকের স্পিডটেস্ট স্পিড স্কোর রিপোর্ট এবারের স্পিডটেস্ট রিপোর্ট অনুযায়ী বাংলালিংকের স্পিড স্কোর ১৭.১২ । যেহেতু ওকলা তাদের ’’স্পিডটেস্ট অ্যাপের’’ মাধ্যমে প্রতিদিন মিলিয়নের উপর ইউজারের ডাটা কালেক্ট করে থাকে তাই তাদের রেজাল্ট সবসময় একুরেট হয় । বাংলালিংকের স্পিডটেস্ট স্কোর বাংলালিংকের স্পিডটেস্ট স্কোর ‘স্পিডটেস্ট অ্যাওয়ার্ড’ সম্পর্কে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার যা বলেন ‘স্পিডটেস্ট অ্যাওয়ার্ড’ সম্পর্কে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “টানা তৃতীয়বারের মতো এই সম্মানিত পুরস্কার জেতা আমাদের জন্য একটি বড় অর্জন। এটা সেই ধারাবাহিকতার ইঙ্গিত যা দিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সুপার-ফাস্ট 4G ইন্টারনেট প্রদান করে আসছি,” । তিনি আরও বলেন, “ডিজিটাল ইকোসিস্টেম থেকে আরও বেশি গ্রাহক যাতে উপকৃত হয় সে লক্ষ্যে, আমরা সাশ্রয়ী মূল্যে দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদান অব্যাহত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”
2021 ago 21-08-21 (07:55)

পোস্ট আইডি (13)

hridoymini

Recent posts

switch to pc